Awesome Tech
Wednesday, June 13, 2018
Wednesday, January 25, 2017
Salary Sheet Microsoft Excel In Bengali ( বেতন শীট তৈরি করুন বাংলা টিউটোরিয়াল)
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা শিখেছি কিভাবে Invoice
Sheet তৈরী করতে হয়। আজ আমরা নতুন্ একটি লেশন শিখব সেটি হলো কিভাবে Microsoft Excel দিয়ে Salary Sheet বা বেতন শীট তৈরি করতে হয়।
আপনি আপনার প্রতিষ্ঠান বা অফিসের কর্মচারীদের
বেতনের তালিকা তৈরি করতে অবশ্যই আপনি Microsoft Excel ব্যবহার করে
থাকেন। সেক্ষেত্রে আপনি এই পোস্টটি ফলো করে খুব সহজে বেতন শীটের কাজ সম্পন্ন করতে পারেন।
প্রথমে আপনি Microsoft Excel চালু করেন।
তারপর আপনি বেতন শীট তৈরির জন্য যেসব কলাম দরকার সেগুলো হলো Serial no, Name, Basic, Quarter, House
rent 5%, Medical cost 4%, Ta/Da 3%, Net salary, Provident Fund 2%, GP Fund 7%, Salary.
এক্ষেত্রে আপনার কোম্পানীর শর্ত, বিধান মোতাবেক
House rent, Medical cost, Ta/Da, Provident Fund,
GP Fund ইত্যাদি বিষয়গুলো Basic এর উপর ভিত্তিতে যত (….%) নির্ধারণ করা থাকে,
সে অনুযায়ী আপনাকে Percentage করে কাজ করতে হবে। আপনি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেসিক
বেতন যা আছে তা এন্ট্রি করতে হবে। তারপর Quarter এর হিসাব করতে হবে। যারা Quarter পাবে, তারা House rent পাবেনা। যারা House rent পাবে তারা কোম্পানীর নির্ধারিত নিয়ম অনুযায়ী বেসিকের ভিত্তিতে যত % নির্ধারণ
করা থাকে সেই মোতাবেক এন্ট্রি করতে হবে। আমরা উপরে 5% ব্যবহার করছি। প্রতিষ্ঠানভেদে
এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপর আমরা এভাবে প্রতিটি অংশে % এর ভিত্তিতে টাকার অঙ্ক
বসিয়ে বেতন শীট তৈরী করব।
নিচে প্রতিটি অংশের সূত্র আলোচনা করা হলো।
Quarter =
=IF(Basic>4000,“Y”,“N”) Press Enter
House Rent 5%
=IF(Basic>=4000,0,Basic×5%) Press Enter
Medical Cost 4%
=Basic×4% Press Enter
TA/DA 3%
=Basic×3% Press Enter
Net Salary
=Basic+House Rent+Medical Cost+TA/DA Press Enter
Provident Fund 2%
=Basic×2% Press Enters
GP Fund 7%
=Basic×7%
Salary
=Net Salary- Provident Fund= Gp Fund Press Enter
Everything is Done. আপনি হয়ে গেলেন কাম-কম্পিউটার অপারেটর।
কেননা আপনাদের মাউসের ক্লিকে নির্ধারণ হচ্ছে হাজার হাজার মানুষের জীবিকা। সাথে আপনি
পেয়ে গেলেন কর্মপ্রেরণা আর আত্মতৃপ্তি।
Monday, January 23, 2017
Making Invoice Sheet In Microsoft Excel In Bengali
আসুন আজ আমরা শিখি কীভাবে Invoice Sheet তৈরি করতে
হয়?
Invoice মানে হলো
হিসাব-নিকাশ। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে
যেসব হিসাব-নিকাশ করতে হয়, সেগুলো সম্পাদন করাই ইংরেজীতে Invoice
Sheet নামে পরিচিত। প্রতিটি মানুষেরেই হিসাব করা অত্যাবশ্যকীয়। আর সেই হিসাব নিকাশ
নিখুতাভাবে করতে আমরা প্রযুক্তি ব্যবহার করি। প্রাথমিক অবস্থায় ক্যালকুলেটর ব্যবহার
করে হিসাব করা হলেও বর্তমানে প্রযুক্তির সুবাদে আমরা আরো উন্নত প্রযুক্তি কম্পিউটারের
মাধ্যমে হিসাব করে থাকি। এতে করে আমাদের হিসাব শুদ্ধ, পরিচ্ছন্ন, নির্ভুল হয়। সময় ও
পরিশ্রম কম লাগে্। যাহোক আমাদের আজকের পয়েন্ট হলো Invoice
Sheet শিখা।
So come to the point
Microsoft Excel দিয়ে খুব সহজে নির্ভুল ভাবে হিসাবের যাবতীয় কাজ সম্পাদন
করা যায়।
প্রথমে Microsoft Excel ওপেন করি। তারপর Invoice
Sheet তৈরি করতে যেসব কলামের প্রয়োজন সেসব কলামগুলো হলো Serial No,
Name of Item, Price, Quantity, Net Taka. ইত্যাদি কলাম তৈরি করার পর কলাম অনুযায়ী
প্রতি সেলের নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বসিয়ে দেই। সেল হলো Microsoft Excel এর প্রতিটি
বর্গাকার ঘর। তারপর নীট টাকার
ঘরে মাউস রেখে
{=(Price)মূল্য
× পরিমাণ(Quantity)®Enter }। কাজ শেষ ।
একটি নির্দিষ্ট অঙ্ক আসবে নীট টাকার ঘরে যা মূল্য
এবং পরিমাণের গুণফল। তারপর নীট টাকার
কলামটি নির্বাচন করে নীচ এবং ডান পাশের কোণায় (+) মার্ক আসলে সেটা ধরে নীচে টান দিলে
নীচে যত গুলো সেলে টাকার অঙ্ক আছে সবগুলোর নীট টাকার পরিমাণ নীট টাকার ঘরে বসবে।
Okay!!!! Everything is done. Stay with us to update yourself with our next
Posts. Sunday, January 22, 2017
অসাধারণ Computer Tricks With Shortcuts
ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো
থেকে বাছাই|
ALT+F4: প্রোগ্রম বন্ধ করা|
SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা|
Windows Logo+L: কম্পিউটার লক করা|
CTRL+C: কপি CTRL+X: কাট CTRL+V: পেস্ট |
ALT+F4: প্রোগ্রম বন্ধ করা|
SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা|
Windows Logo+L: কম্পিউটার লক করা|
CTRL+C: কপি CTRL+X: কাট CTRL+V: পেস্ট |
CTRL+Z: আনডু CTRL+B: অক্ষর
বোল্ড করা
|
CTRL+I: অক্ষর ইটালিক করা|
SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু|
SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড|
ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন|
CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার|
ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা|
ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন )
SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন|
ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা|
CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া|
ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া|
ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা|
CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেসহ কোনো প্রোগ্রাম বন্ধ করা|
F1: সাহায্য (Help).
CTRL+ESC: Start menu চালু|
F2: নির্বাচিত ফাইল রিনেইম করা|
F3: ফাইল খোঁজা|
F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা|
F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা|
CTRL+I: অক্ষর ইটালিক করা|
SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু|
SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড|
ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন|
CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার|
Best Computer Shortcuts |
ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা|
ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন )
SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন|
ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা|
CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া|
ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া|
ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা|
CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেসহ কোনো প্রোগ্রাম বন্ধ করা|
F1: সাহায্য (Help).
CTRL+ESC: Start menu চালু|
F2: নির্বাচিত ফাইল রিনেইম করা|
F3: ফাইল খোঁজা|
F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা|
F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা|
F10: মেনু বার চালু
করা|
SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু|
CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা|
BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
Left ALT+left SHIFT+PRINT SCREEN: Toggles high contrast on and off
Windows Logo: Start menu.
Windows Logwwo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা|
SHIFT+Windows Logo+M: মিনিমাইজ আনডু করা|
Windows Logo+E: Windows Explorer চালু করা
Windows Logo+F: Files অথবা Folders খোঁজা
Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা
Windows Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা
Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা
Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা
Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা
Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা
Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা
Windows Logo+I: Mouse
SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু|
CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা|
BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
Left ALT+left SHIFT+PRINT SCREEN: Toggles high contrast on and off
Windows Logo: Start menu.
Windows Logwwo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা|
SHIFT+Windows Logo+M: মিনিমাইজ আনডু করা|
Windows Logo+E: Windows Explorer চালু করা
Windows Logo+F: Files অথবা Folders খোঁজা
Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা
Windows Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা
Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা
Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা
Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা
Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা
Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা
Windows Logo+I: Mouse
CTRL+Z= Undo করা
CTRL+Y= Redo করা
Subscribe to:
Posts (Atom)